১৫ দিনের কর্মসূচি দিয়েছে বাসদ

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা চালু, কালো আইন বাতিল, গণতান্ত্রিক নির্বাচনি ব্যবস্থা চালু, ২০ হাজার টাকা ন্যূনতম মজুরি ও গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং নারী নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবিতে ১৫ দিনের কর্মসূচি দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

বৃহস্পতিবার (১০ মার্চ) দলের কেন্দ্রীয় কমিটির ঢাকার সদস্যদের এক জরুরি সভায় এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ থেকে ২৭ মার্চ সারা দেশে হাটসভা, পথসভা, পদযাত্রা, মানববন্ধন, জনসংযোগসহ নানা ধরনের কর্মসূচি পালন করা হবে।

২৩/২ তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সম্পাদক নিখিল দাস, সদস্য রওশন আরা রুশো, জুলফিকার আলী, শম্পা বসু ও মনীষা চক্রবর্ত্তী।