হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে: সিপিবি সাধারণ সম্পাদক

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে বলে দাবি করেছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। হরতালের সমর্থনে সিপিবির কর্মীরা পল্টন মোড়ে রাস্তা অবরোধ করে অবস্থান করেছে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ জনগণও তাদের সঙ্গে রয়েছে।

হরতালের সমর্থনে সোমবার (২৮ মার্চ) সকাল থেকে পল্টন মোড়ে অবস্থান নিয়ে তিনি বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন। 

আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতালের শুরুতেই পুলিশ কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল উল্লেখ করে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘বর্তমানে আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। এ হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের ধরপাকড় করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’

হরতালের দিনেও সড়কে ব্যাপক যানজট লক্ষ্য করা গেছে। দোকান-পাট, শপিংমল সবই খোলা রয়েছে। এ অবস্থায় হরতাল ঠিক কতটুকু সফল হলো? এমন প্রশ্নে তিনি দাবি করেন, পূর্বঘোষিত এই কর্মসূচির আগে গত এক সপ্তাহ ধরেই গ্রেফতারের হুমকি, মিছিল ভেঙে দেওয়া; এগুলো করা হচ্ছে। গতরাতে খুলনা, ঠাকুরগাঁও ও গাইবান্ধায় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকায় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে। মিরপুরে মিছিলে নামতে দেওয়া হয়নি, নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের হরতালের সমর্থনে নামতে দেওয়া হয়নি।

হরতাল

সকাল সাড়ে ৭টার দিকে তিনি বলেন, আমরা পল্টনে এ সব বাধা উপেক্ষা করে এখন পর্যন্ত অবস্থান করছি। পল্টনসহ ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। জনগণ হরতালের প্রতি যে গণ রায় দিয়েছে তাই প্রমাণিত হল। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে হরতালের সমর্থন দিয়েছে। আমরা মনে করি ইতিমধ্যে হরতাল জনগণের হরতালে পরিণত হয়েছে। হরতালের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষ গণ রায় ঘোষণা করেছে। আমাদের হরতাল দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলবে।