বিত্তবানদের গরিব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান বিদিশার

সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা। তিনি বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রেখে মানুষকে পবিত্র মাহে রমজানে ইবাদত করার সুযোগ দিন। রাষ্ট্রের বিত্তবান ব্যক্তিদের সমাজের গরিব, দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকালে রাজধানীর গুলশানে ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার’ মহিলা পার্টির উদ্যোগে দরিদ্র নারীদের ইফতার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন বিদিশা।

উদ্যোক্তা করভি মিজান জানান, দুস্থ মহিলাদের পবিত্র মাহে রমজানের মধ্যে সাহায্য করার পরিকল্পনা তারা নিয়েছেন। উদ্যোগের অংশ হিসেবে নরসিংদীতে আগামী শুক্রবার জাতীয় পার্টির পক্ষ থেকে পণ্যসামগ্রী বিতরণ করা হবে।

‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার’ সদস্য করভী মিজানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিদিশার আইন ও রাজনৈতিক উপদেষ্টা কাজী রুবায়েত হাসান, দলের যুগ্ম-মহাসচিব শাহজাহান সিরাজ, হাবিবুল হাসান, সিকদার আনিসুর রহমান প্রমুখ।