২০ মে থেকে ৩ জুন দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে সিপিবি

‘দাম কমাও ও ভোটাধিকার দাও’ এই দাবিতে ২০ মে থেকে ৩ জুন দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে সিপিবি। রবিবার (১৫ মে) অনুষ্ঠিত সিপিবি’র দু’দিন ব্যাপী কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার (১৬ মে) দলের সূত্রে এ তথ্য জানা গেছে।  

জানা গেছে, ‘দাম কমাও ও ভোটাধিকার দাও’ এই দাবিতে আন্দোলনকে বেগবান করতে আগামী ২০ মে থেকে ৩ জুন দেশব্যাপী দাবির পক্ষে কর্মসূচি নেওয়া হয়। এ সময় সারাদেশে হাট-বাজার-গ্রাম-ইউনিয়ন-শহরে পথসভা, পদযাত্রা, সমাবেশ-বিক্ষোভ, ইউএনও, ডিসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করা হবে।

কমিটির সভায় পার্টির কেন্দ্রীয় কমিটিতে কুমিল্লা জেলার সাবেক সভাপতি পরেশ কর, নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফিজুল ইসলাম, পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক আশরাফুল আলমকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। সিপিবির সাবেক সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, মনজুরুল আহসান খান এবং সাবেক প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনোকে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নির্বাচন করা হয়।