বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব জীবন দুর্বিষহ করে তুলবে: গণসংহতি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তাবের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক বিদ্যুতের মূল্য বৃদ্ধির তৎপরতায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

বৃহস্পতিবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলেন, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি অনিবার্যভাবে বিদ্যুতের খুচরা দাম বাড়ানোর যুক্তি তৈরি করবে। তা বহুগুণিতক হারে সকল পণ্যের দাম বাড়াবে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব জীবন দুর্বিষহ করে তুলবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে তারা বলেন, কাউকে পদ্মা সেতু থেকে ‘টুস করে ফেলে দেওয়া’ এবং ‘নদীতে চুবানি দিয়ে উঠানো’র মতো বক্তব্য কোনওভাবে কাম্য নয়।