সিলেটে বন্যাদুর্গতদের সাহায্যের আহ্বান খেলাফত মজলিসের

সিলেটে বন্যাদুর্গতদের সাহায্যের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, সিলেটের বন্যাদুর্গতদের সাহায্যে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। সিলেট-সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করে সরকারি ত্রাণ তৎপরতা শুরু করতে হবে। শনিবার দলটির কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, পাহাড়ি ঢলের পানিতে সিলেট নগরীসহ সিলেট-সুনামগঞ্জের অধিকাংশ এলাকা প্লাবিত। এখনও হু হু করে বাড়ছে বানের পানি। দুর্গত এলাকার মানুষ অবর্ণনীয় দুর্দশার মধ্যে দিন পার করছে। জরুরিভিত্তিতে সেখানে সরকারি ত্রাণের ব্যবস্থা করতে হবে।

বৈঠকে সিলেটের বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতার জন্য সংগঠনের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনকে আহ্বায়ক ও মুহাম্মদ মুনতাসির আলীকে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় ত্রাণ কমিটি গঠন করা হয়।

দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, মুহাম্মদ আবদুল হালিম, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।