গণ অধিকারের বর্ধিত কমিটি গঠন, বিভিন্ন পদে আরও ১৯ জন

গণ অধিকার পরিষদের আংশিক বর্ধিত কমিটি গঠন করা হয়েছে। এতে যুগ্ম আহ্বায়ক ৮ জন, যুগ্ম সদস্য সচিব ৪ জন, সহকারী সদস্য সচিব ২ জন ও সদস্য হিসেবে ৫ জনসহ মোট ২০ জনকে রাখা হয়েছে। কমিটিতে নাগরিক ঐক্য, বিএনপি ও কল্যাণ পার্টি থেকে আসা ৩ জনকে বিভিন্ন পদ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শনিবার (২১ মে) গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরের সই করা দলীয় প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।

দায়িত্ব পাওয়া নেতাদেরকে নুরুল হক নুর শুভেচ্ছা ও অভিনন্দন ও জানিয়ে বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে গণ অধিকার পরিষদে আপনাদের নেতৃত্ব আগামীর বাংলাদেশ বির্নিমানে জাতিকে পথ দেখাবে। 

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন- কর্ণেল  (অব.) মিয়া মশিউজ্জামান, চোধুরী আশরাফুল বারী নোমান, অধ্যাপক (অব.) ড. আবদুল মালেক ফরাজি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক হাবিবুর রহমান, মেজর (অব.) আমিন আহমেদ আফসারী, মেজর (অব.) ড. বদরুল আলম সিদ্দিকী, জেলা ও দায়রা জজ (অব.) শামস-উল-আলম খান চৌধুরী ও অধ্যাপক ড. মাহবুব হোসেন।

যুগ্ম সদস্য সচিব হলেন- মো. তারেক রহমান, স্কোয়াড্রন লিডার (অব.) মাহমুদ আলী, লে. কমা. (অব.) মুহা. আব্দুল বাসেত ও ওয়াহেদুর রহমান মিল্কি।

সহকারী সদস্য সচিব হলেন- শামসুদ্দিন আহমেদ ও আনিসুর রহমান মুন্না।

সদস্য হলেন- প্রিন্সিপাল এম.এ. মালেক, শাহরুখ খান (আজাদ), কাজী মোকলেস, নুর আলম মোল্লা ও মো. শহিদুল ইসলাম।