আবদুস সালামের মৃত্যুবার্ষিকীতে গণসংহতির শ্রদ্ধা, কাল সমাবেশ

গণসংহতি আন্দোলনের সাবেক নির্বাহী সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুস সালামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে)  দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

গণসংহতির প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রবীণ বামনেতা আবদুস সালামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৭ মে) সমাবেশ করবে গণসংহতি। এদিন বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ হবে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের শুরুতেই আবদুস সালামের রাজনৈতিক সংগ্রাম ও চিন্তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাস নাইন বাবু। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলসহ অনেকে অংশ নেন অনুষ্ঠানে।

এছাড়া, আবদুস সালামের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন গণতান্ত্রিক বাম জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মানস নন্দী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দীয় নেতা হাবিবুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পাটির্র (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা বিধান দাস, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার প্রমুখ।

শ্রদ্ধা নিবেদনপর্বে জোনায়েদ সাকি বলেন, ‘আবদুস সালাম কিশোর বয়স থেকে আমৃত্যু মানুষের মুক্তির সংগ্রামে নিয়োজিত ছিলেন। দলীয় বা সাংগঠনিক পরিচয়ের চেয়ে মানুষের মুক্তির লড়াইকেই তিনি সংগ্রামের কেন্দ্রে রেখেছেন। সমাজের গণতান্ত্রিক রূপান্তরের পথ অনুসন্ধান করার কাজে আমৃত্যু আপসহীন থেকেছেন।’