ছাত্র সংগঠনগুলোকে সমন্বিতভাবে কর্মসূচি দেওয়ার আহ্বান সেলিমের

ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট প্রাঙ্গণসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপির কার্যালয় ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

শনিবার (২৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ছাত্রদলের ওপর হামলা করে ছাত্রসমাজের মুখ বন্ধ করা যাবে না। বর্তমান অবৈধ বিনা ভোটের সরকার নতুন ষড়যন্ত্রে লিপ্ত। ছাত্রদলের উপর চড়াও হয়ে ছাত্রদের মুখ বন্ধ করতে চায় তারা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দখলদারিত্ব চালিয়ে ক্ষমতায় আরোহণ করার জন্যই এই চক্রান্ত।

ছাত্রলীগ ও সরকারের অপচেষ্টা বন্ধে সকল ছাত্র সংগঠনগুলোকে সমন্বিতভাবে কর্মসূচি দেওয়ার আহ্বান জানান শাহাদাত হোসেন সেলিম।

তিনি বলেন, ‘মার দিয়ে ছাত্রসমাজকে ঘরে আটকে রাখা যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও সন্দেহ সৃষ্টি করেছে। তাদের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির অফিস ভাঙচুর করেছে। ছাত্রদের পিটিয়েছে।’