গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজনীতিকদের প্রতিবাদ অব্যাহত

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। সোমবার (৬ জুন) বিকালে গণমাধ্যমে পাঠানো পৃথক-পৃথক বিবৃতিতে বিভিন্ন দলের নেতারা অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

গ্যাসের নতুন দাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার। বিবৃতিতে তারা উল্লেখ করেন, ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধিতে বাসায় রান্নার খরচ বাড়ার সঙ্গে সঙ্গে সার কারখানা ও শিল্পের উৎপাদন খরচ বেড়ে যাবে। বাসায় প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মাসে খরচ বাড়বে প্রায় ৪৩ শতাংশ। নতুন করে দাম বৃদ্ধিতে নানা সংকটে বিপর্যস্ত জনজীবনকে আরও দুর্দশাগ্রস্ত করে ফেলবে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার বলেন, ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম প্রায় ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। প্রিপেইড মিটার গ্রাহকের ক্ষেত্রে বাড়ানো হয়েছে ৪৩ শতাংশ। যখন দেশের জনগণ দৈনন্দিন বাজারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে, তখন মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে গ্যাসের দাম বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে তামাশা করছে।