এলডিপির এক অংশের বিরুদ্ধে আরেক অংশের সংবাদ সম্মেলন

আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম নেতৃত্বাধীন এলডিপির সমালোচনা করে সংবাদ সম্মেলন করেছে অলি আহমদ বীরবিক্রম নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। মঙ্গলবার (৭ জুন) সকালে রাজধানীর পূর্ব পান্থপথে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

অলি আহমদ অংশের অভিযোগ, ‘তারা (আব্বাসী ও সেলিম অংশ) সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে একটি নিবন্ধিত ও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের গঠনতন্ত্র পরিপন্থী ও বেআইনি কাজ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং এলডিপি-র সুনাম ও ভাবমূর্তি চরমভাবে ক্ষতি করছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. আওরঙ্গজেব বেলাল, মাহমুদ মোর্শেদ, ড. নেয়ামুল বশির, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম প্রমুখ।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, এলডিপি-র বর্তমান অবস্থা, সুনাম ও অগ্রযাত্রা ব্যাহত করার লক্ষ্যে কতিপয় ষড়যন্ত্রকারী অপপ্রয়াসে লিপ্ত হয়ে দলটির নামে সামাজিক যোগাযোগ ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালায়।
 
এতে আরও বলা হয়, ‘শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণে সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল করিম আব্বাসী, মো. আব্দুল গনি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেন। কতিপয় কুচক্রী মহলের সাথে শাহাদাত হোসেন সেলিম এবং দলের অন্যতম সাবেক যুগ্ম-মহাসচিব তমিজ উদ্দিন টিটু তার সঙ্গীয় ফয়সাল সহ-যোগসাজশে আমেরিকায় বাংলাদেশি প্রবাসীদের নিকট থেকে পার্টির প্যাডে সনদ প্রদানের মাধ্যমে অর্থ আত্মসাত করে। এধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার এলডিপি নাম ব্যবহার করে একটি কমিটি তৈরি করে।’

তারা উল্লেখ করেন, ‘এলডিপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও বিভ্রান্তি সৃষ্টিকারীদের অবৈধ কর্মকাণ্ড অনতিবিলম্বে বন্ধ করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি।’

অলি আহমদ অংশের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার দুপুরে এলডিপি (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘অলি আহমদ সাহেবের দলের বক্তব্য রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত। সম্পূর্ণ একা অলি আহমদ নিজেই ঠিকানাবিহীন লোক। রাজনীতি করার অধিকার সবার আছে। আমাদের এই অঞ্চলে একই নামে একাধিক ধারার রাজনৈতিক দল সক্রিয় আছে, ছিল।’

তিনি আরও বলেন, ‘আর শেষ প্রশ্নের (প্যাডে সনদ প্রসঙ্গ) জবাবে বলতে চাই, অবিলম্বে অবাঞ্ছিত অভিযোগ প্রত্যাহার করতে হবে, না হলে অলি আহমদের বিরুদ্ধে আমি একশো কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করবো।’