জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীতে বাসদের শ্রদ্ধা

শহীদ জননী জাহানারা ইমামের ২৮তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। রবিবার (২৬ জুন) রাজধানীর মিরপুরে জাহানারা ইমামের সমাধিস্থলে দলটির নেতারা শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন– বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, ঢাকা নগর কমিটির নেতা খালেকুজ্জামান লিপন, আনোয়ারুল ইসলাম প্রমুখ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘শহীদ জননী জাহানারা ইমাম যুদ্ধাপরাধীদের বিচার, ধর্মের রাজনৈতিক ব্যবহার এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার যে আন্দোলনের সূচনা করেছিলেন, তা আজও প্রাসঙ্গিক। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করলেও ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করেনি বরং ধর্মভিত্তিক দলের সঙ্গে প্রতিযোগিতা করে রাজনীতিতে কে কত বেশি ধর্ম ব্যবহার করবে সেই প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে শাসক শ্রেণির দলগুলো।’