ইসির সংলাপ

সব আসনে ইভিএম চায় বিকল্পধারা বাংলাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি বন্ধে সব আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে পাঁচজন সেনা সদস্য মোতায়েন চায় বিকল্পধারা বাংলাদেশ। মঙ্গলবার (২৬ জুলাই) নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এমন দাবি করে দলটি। 

দলটির মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের নেতৃত্বে ১১ সদস্যদের একটি প্রতিনিধি দল ইসির সাথে সংলাপে অংশ নিয়েছে।

ইসির সঙ্গে সংলাপে লিখিত সাত দফা প্রস্তাবনা দেয় বিকল্পধারা। সব কেন্দ্রে ইভিএম ছাড়াও তাদের অন্য প্রস্তাবনাগুলো হলো- নির্বাচনের সময়ে ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি না হয় তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে; নির্বাচন ক্যাম্পেইনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে; ভোটারদের ভোট দেওয়ার গোপনীয়তা নিশ্চিত করতে হবে এবং ভোট কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত লোকের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। 

এছাড়াও ভোট কেন্দ্রে পেশী শক্তি ব্যবহার রোধ কল্পে প্রতিটি ভোটকেন্দ্রে সামরিক বাহিনীর অন্তত ৫ সদস্যকে নিয়োগ দেওয়া এবং ভোট কেন্দ্রে দ্রুত সময়ে ভোট গণনা সম্পূর্ণ করে ভোটের ফলাফল উপস্থিত এজেন্টদের কাছে হস্তান্তরের মাধ্যমে পূর্ণাঙ্গ ফলাফল দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করারও প্রস্তাব দিয়েছে দলটি।