দুই সপ্তাহের বিক্ষোভ ডেকেছে গণসংহতি

নানা দাবিতে দুই সপ্তাহের বিক্ষোভ ডেকেছে গণসংহতি আন্দোলন। বুধবার (২৭ জুলাই) দুপুরে বাংলা ট্রিবিউনকে দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘দলের রাজনৈতিক পরিষদের সভায় আগামী ২৭ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত গণসংহতি আন্দোলনের বিক্ষোভ-পক্ষ পালনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। এছাড়াও আগামী ১০ আগস্ট কেন্দ্রীয় উদ্যোগে সচিবালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনের প্রস্তাব করা হয়েছে।

দলীয়সূত্র জানায়, কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (২৭ জুলাই) শাহবাগে সমাবেশ করবে গণসংহতি আন্দোলন। তারা একটি মিছিলও করবে।