শফিকুল গাণি স্বপনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ‘র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ১৩তম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ ন্যাপ’র বিভিন্ন শাখা কমিটি স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া, নীলফামারী জেলার ডিমলা উপজেলার সুন্দখাতা স্বপন মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ করা হবে।

শফিকুল গাণি স্বপন ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন রংপুর জেলার আজকের নীলফামারী জেলার সদরে জন্মগ্রহণ করেন। তার বাবা জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়া। মা সাবেরা রহমান।

১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর মশিউর রহমান যাদু মিয়া মৃত্যুবরণ করলে শফিকুল গাণি স্বপন রাজনৈতিক দৃশ্যপটে আসেন। পিতার মৃত্যুতে শূন্য আসনের উপ-নির্বাচনে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর ও নীলফামারীর ডোমার-ডিমলা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রী, বেসামরিক ও বিমান পর্যটন মন্ত্রী ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। মৃত্যু আগ পর্যন্ত তিনি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।

২০০৯ সালের ২৩ আগস্ট মারা যান শফিকুল গাণি।