গ্রহণযোগ্যতা আনতে পারলে ইভিএম চায় ন্যাপ

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কার্যকরী সভাপতি আইভি আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গ্রহণযোগ্যতা আনতে পারলে আমরা ইভিএম চাই, না হলে চাই না। যদি বুঝতে পারি ইভিএম ত্রুটিমুক্ত– তাহলে অবশ্যই আমরা চাইবো।’

সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি আয়োজিত সংলাপে এসে দলটি এমন অবস্থানের কথা জানায়।

সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভি আহমেদ বলেন, ‘আমরা ইসিকে সুষ্ঠু নির্বাচনের কথা বলেছি। এজন্য যে বাধা আসবে তা মোকাবিলা করতে বলেছি। তারা আশ্বাস দিয়েছেন। ইভিএম নিয়ে ইসি খুব-একটা কিছু বলতে পারেনি, যেহেতু তারা বিশেষজ্ঞ নয়।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইভিএম গ্রহণযোগ্য হলে আমরা গ্রহণ করবো। এটার জন্য মানুষ এখনও প্রস্তুত নয়। কতটুকু প্রস্তুত করতে পারবে, তা ইসির ওপর নির্ভর করবে।’

গত ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩৯টি দলকে সংলাপে আসার আমন্ত্রণ জানিয়েছিল ইসি। তবে বিএনপিসহ ৯টি দল সংলাপে অংশ নেয়নি। ইসির আমন্ত্রণে সাড়া দিয়েছিল ৩০টি দল। এর মধ্যে দুটি দল (জাতীয় পার্টি-জেপি ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি) আসতে না পারার কারণ দেখিয়ে পরবর্তী সময়ে সংলাপের জন্য সময় চেয়েছিল। পরে দল দুটিকে সোমবার (৫ সেপ্টেম্বর) সংলাপে বসার সময় দিয়েছিল ইসি।

সংলাপে ন্যাপের ভারপ্রাপ্ত কার্যকরী সভাপতি আইভি আহমেদের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ছাড়াও চার নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।