আবারও সক্রিয় হচ্ছে ‘আসল বিএনপি’

কয়েক বছর পর আবারও সক্রিয় হচ্ছে ‘আসল বিএনপি’। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন ‘বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা’ দাবি করা কামরুল হাসান নাসিম। 

কামরুল হাসান নাসিম বলেন, ‘বিএনপির অবৈধ চেয়ারপারসন ও কথিত ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উদ্দেশে বলতে চাই, ক্ষমতার বাইরে যাওয়ার গত প্রায় একযুগে বিএনপি জনস্বার্থ সংরক্ষণের রাজনীতি করতে পারেনি। একটি ক্ষেত্রেও তা প্রমাণ করতে পারেনি। বিদেশি শক্তির ওপর নির্ভরশীল হয়ে রাজনীতির বাঁকা রাস্তায় হেঁটে ক্ষমতার মসনদে বসার যৌক্তিকতা প্রাসঙ্গিকভাবে তাই নেই।

‘২০১৫ সাল থেকে পুনর্গঠনের প্রক্রিয়ায় থাকা চলমান উদ্যোগটির কার্যকর একটি ইতি টানা হবে’ উল্লেখ করেন নাসিম। তার দাবি, ‘সারা দেশের গেলো বিশ বছরের কাউন্সিলরদের নিয়ে বিএনপির নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে। দলের কার্যালয়ের সামনে বসে যাবে জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত।’

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে কার্যক্রম শুরু করেছিল ‘আসল বিএনপি’।