‘দুটো বড় সমস্যা ও বিপদ’ দেখছেন ইনু

জাসদনেতা হাসানুল হক জানিয়েছেন, তিনি খোলাচোখে দুটো বড় সমস্যা ও বিপদ দেখছেন। তিনি বলেন, ‘আমরা খোলা চোখে দুটো বড় সমস্যা ও বিপদ দেখছি—এক. দুর্নীতি-লুটপাট-বৈষম্য-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের যাপিত জীবনের দুঃখ-কষ্ট-দুর্ভোগ; দুই. রাজাকার-জঙ্গি-সাম্প্রদায়িক চক্র তাদের রাজনৈতিক মিত্র বিএনপির মাধ্যমে আক্রমণ করছে, মীমাংসিত বিষয় অমীমাংসিত করছে, জাতির পিতা মানছে না, সমগ্র রাষ্ট্রের অস্তিত্বের ওপর আক্রমণ পরিচালনা করছে।’

শুক্রবার (৭ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা বিভাগীয় জাসদের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে জাসদ সভাপতি ইনু এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামাত চক্র ও তাদের রাজনৈতিক মিত্রদের এ চক্রান্ত অস্বাভাবিক সরকার ও রাজাকারদের ক্ষমতায় আনার ষড়যন্ত্র মোকাবিলা করার পাশাপাশি দুর্নীতি-লুটপাট-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে।

মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি আফজাল হোসেন খানের সভাপতিত্বে ও শরীয়তপুর জেলা জাসদের সভাপতি স.ম. আব্দুল মালেকের সঞ্চালনায় এ প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার প্রমুখ।