ভিত্তিহীন মামলায় তারেক-জোবাইদার বিরুদ্ধে রায়: বাংলাদেশ এলডিপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মঙ্গলবার (১ নভেম্বর) আদালতের দেওয়া গ্রেফতারি পরোয়ারা জারির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বাংলাদেশ এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

বুধবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা ‘আদালতের রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন।

বিবৃতিতে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘যে মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।’

বাংলাদেশ এলডিপির দুই শীর্ষ নেতা অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ সরকার বিগত ১৩ বছর ধরে বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর অন্যায়, অন্যায্য রাজনৈতিক প্রতিহিংসা দেখিয়ে আসছে। বাংলাদেশি জাতীয়তাবাদের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে দেশের রাজনীতি থেকে, নেতৃত্ব থেকে দূরে রাখার চক্রান্ত করে আসছে। এই চক্রান্ত অব্যাহত আছে।’

‘এসব মামলা করে বাংলাদেশের মানুষের কাছ থেকে জিয়াউর রহমানের পরিবারকে দূরে রাখা যাবে না’ উল্লেখ করে বিবৃতিতে বাংলাদেশ এলডিপির দুই নেতা বলেন, ‘এসব মামলা, হয়রানি করে তারেক রহমানকে সরকার হঠানোর আন্দোলন থেকে বিরত রাখা যাবে না।’

দলটির এই দুই শীর্ষ নেতা অবিলম্বে হয়রানিমূলক রায় প্রত্যাহার করার দাবি জানান।