বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দের দাবি গণসংহতির

অমর একুশে বইমেলা ২০২৩-এ আদর্শ প্রকাশনীকে শর্তহীনভাবে স্টল বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন।

সোমবার (২৩ জানুয়ারি) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, 'সংস্কৃতির কোনও ভিন্নতার বিষয়ে, কারও মতপ্রকাশের প্রশ্নে কিংবা কোনও চিন্তার অবস্থানে আমরা একমত নাও হতে পারি—কিন্তু তার প্রকাশের বিরুদ্ধচারণ এদেশে আমরা করতে পারি না। তা একুশের চেতনা পরিপন্থী। আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তটি খালি চোখে ভিন্নমত দমনেরই উদাহরণ।'