গণআন্দোলন ও গণজোয়ারে সরকার ভীত হয়ে পড়েছে: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মন্তব্য করে বলেছেন, ‘বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকার গণআন্দোলন ও গণজোয়ারে ইতোমধ্যেই ভীত হয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘জনগণের ঐক্যবদ্ধ উত্থানই প্রবল স্বৈরাচারের পতন ঘটাতে পারে।’

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় হাতিরপুলে গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয়ে ঢাকা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ‘’৬৯-এর গণঅভ্যুত্থান এবং আমাদের সময়ের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘সরকার পুরোনো সব স্বৈরাচারের পথ অবলম্বন করে প্রতিনিয়ত বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু কোনও মিথ্যাচার কিংবা ষড়যন্ত্রই গণজোয়ার থামাতে পারবে না। বরং উনসত্তরের গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দেয় জনগণের ঐক্যবদ্ধ উত্থানই প্রবল স্বৈরাচারের পতন ঘটাতে পারে।’

এ সময় বিভ্রান্তি ও বিভেদের ফাঁদে পা না দিয়ে ফ্যাসিবাদের পতনে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার সংগ্রাম আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের এই নেতা।

ঢাকা জেলা কমিটির আহ্বায়ক বাচ্চু ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন দলের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। আরও আলোচনা করেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু।