গণফোরাম-পিপলস পার্টির বিক্ষোভ সমাবেশ

গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণফোরাম (একাংশ) ও বাংলাদেশ পিপলস পার্টি। বুধবার (২৫ জানুয়ারি) আরামবাগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে দল দুটি।

বিক্ষোভ সমাবেশে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন,  ‘জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আজ  গণতন্ত্র হরণ করে যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের সরকার দাবি করছে— তারাই আসলে মুক্তিযুদ্ধবিরোধী। বৈষম্যমুক্ত দেশ গড়াই ছিল মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, কিন্তু হাজার হাজার কোটি টাকা লুটপাট করে লোপাটের রাজত্ব কায়েম করছে এই কর্তৃত্ববাদী সরকার।’

পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী বলেন, ‘আমাদের দাবি পরিষ্কার, আমরা জনগণের ভোটাধিকার ফেরত চাই। জনগণের ভোটাধিকার ফিরে পেতে একটাই উপায়— নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এই দাবিতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’

আরও বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম.জগলুল হায়দার আফ্রিক, সভাপতি পরিষদ সদস্য- আব্দুল হাসিব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু প্রমুখ।