সব ধর্মের মানুষ একসঙ্গে থাকতে চাই: বিদিশা

জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা বলেছেন, সম্মিলিত সম্প্রীতির বাংলাদেশ চাই আমরা। সব ধর্মের মানুষ একসঙ্গে থাকতে চাই। আমরা কোনও ধর্মের সেটা বড় নয়, আমরা সবাই বাংলাদেশি। সবাই মিলেমিশে, সব ধর্মের মানুষ যেন শান্তিতে থাকতে পারি, সবাই সবার বিপদে পাশে থাকবো।’

সোমবার (৩০ জানুয়ারি) চট্টগ্রামের বাঁশখালীতে ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় আমন্ত্রিত হয়ে এসব কথা বলেন বিদিশা। এসময় তার সঙ্গে স্থানীয় মেলা কর্তৃপক্ষ, দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গান গাইছেন এরিক এরশাদপ্রতি তিন বছর পর অনুষ্ঠিত এই মেলায় উপস্থিত হয়ে বিদিশা বলেন, ‘একাত্তরে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার ভিত্তির দেশ আমরা গড়তে চাই। সবার রক্তের বিনিময়ে আমরা স্বদেশ পেয়েছি। অসাম্প্রদায়িক দেশ গড়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়েছিলেন, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই লক্ষ্যে দেশকে এগিয়ে যাচ্ছেন।’

‘আমরা সেই একই লক্ষ্যে কাজ করছি। ‘জাগো জনতা জাগো দেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ’র উদ্দেশ্যে কাজ করছি আমরা’, জানান বিদিশা।

অনুষ্ঠানে নিজে যন্ত্রাংশ বাজিয়ে গান করেন বিদিশা-এরশাদপুত্র এরিক এরশাদ। এসময় স্থানীয় শ্রোতারা তাকে অভিনন্দিত করেন।