বিস্ফোরণ নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যকে ‘দায়িত্বহীন’ বললেন সাকি

কোনও তদন্ত ছাড়া অন্য দলকে দোষারোপ করে ওবায়দুল কাদেরের বক্তব্য দায়িত্বহীনতার পরিচয় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, সরকারি দলের সাধারণ সম্পাদক বলেছেন—এটার মধ্যে নাকি রাজনৈতিক অভিসন্ধি আছে। এবং কোনও কোনও মহল নাকি রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে সহিংসতা চালাচ্ছে। এই যে কোনও তদন্ত ছাড়া উনি রাজনৈতিক একটা সিদ্ধান্তে পৌঁছে গেলেন—এর মতো দায়িত্বহীন কী হতে পারে? সরকারি দলের সাধারণ সম্পাদকের কাছ থেকে এটা কি কোনও দায়িত্বশীল বক্তব্য হতে পারে?

বুধবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণস্থল পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা এই সমস্ত ঘটনাবলি তদন্ত করে প্রকৃত ঘটনা কি হচ্ছে তা জেনে জনগণের নিরাপত্তার ব্যাপারে, সুরক্ষার ব্যাপারে আশ্বস্ত করার কথা—সেখানে সেটা না করে তিনি রাজনীতির খেলা শুরু করেছেন। আমরা এটা নিয়ে সন্দিহান যে এটা নিয়ে রাজনৈতিকভাবে সরকার কোনও প্লট তৈরি করছে কিনা।’

উদ্ধারকাজ সম্পর্কে তিনি বলেন, আমাদের নর্থসাউথ রোডে যে ঘটনাটি ঘটলো, এর উদ্ধার কাজ সম্পন্ন করা দরকার এবং এখানে সরকারের বিভিন্ন বিভাগ, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো ফায়ার সার্ভিসকে সহায়তা করা দরকার। তারা এখনও সমন্বয় করতে ব্যর্থ হচ্ছে। আমি মনে করি এটা সরকারেরই একটা ব্যর্থতা। এটা একটা জরুরি পরিস্থিতি। এই জরুরি পরিস্থিতিতে এ বিভাগগুলো কাজ করতে সক্ষম হতে হবে। তা না হলে আমরা কেন তাদের জাতীয় প্রতিষ্ঠান হিসেবে রাখছি।

বিস্ফোরণে আহত এবং নিহতদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে তিনি বলেন, যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দরকার। প্রত্যেককে পুনর্বাসন করা দরকার। সে বিষয়ে সরকারের সুস্পষ্ট উদ্যোগ সম্পর্কে আমরা জানতে চাই।

এসময় উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।