আমাদের কোনও কর্মীর বিরুদ্ধে মামলা নেই: মান্নান

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি বলেছেন, ‘বিকল্পধারা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং পার্লামেন্টে গিয়ে জনগণের কথা বলবে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আকারে বড় দল হলেও তারা বড় নয়। বিকল্পধারা ছোট দল হলেও গুণে ও মহত্বে অনেক ওপরে রয়েছে। বিকল্পধারা মানুষের জন্য কাজ করে। বিকল্পধারার কোনও বদনাম নাই। বিকল্পধারার কোনও সদস্য খুন  বা অন্যায় করে জেলে যায় নাই। আমাদের কোনও কর্মীর বিরুদ্ধে মামলা নাই।

কিন্তু অন্যান্য দলে অনেক খুন-খারাপি, মারামারি, কাটাকাটি আছে, ক্ষমতার জন্য, লাভের জন্য এবং লোভের জন্য।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকল্পধারার মধ্য বাড্ডার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আবদুল মান্নান এসব কথা বলেন।

বিকল্পধারার মহাসচিব বলেন, ‘বিকল্পধারা রাজনীতির পরিচ্ছন্ন পুরুষ বি. চৌধুরীর সৃষ্ট। তার আদর্শ ও চারিত্রিক গুণাবলি দলের সবাই অনুসরণ করে। আমরা মনে-প্রাণে বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের জনগণের জন্য আমরা কাজ করি।’

মেজর (অব.) মান্নান বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি— তিন দলই ক্ষমতায় ছিল। কিন্তু তারা জনগণের চাহিদা পূরণ করতে পারে নাই। আমরা বিকল্প একটা শক্তি চালু করেছি, বিকল্পধারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং পার্লামেন্টে গিয়ে জনগণের কথা বলবে।’

শ্রমজীবীধারার সভাপতি আইনুল হকের সভাপতিত্বে মধ্য বাড্ডার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে বক্তৃতা করেন— বিকল্পধারার জ্যেষ্ঠ সহ-সভাপতি মহসিন চৌধুরী, যুগ্ম মহাসচিব এনায়েত কবির, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, দফতর সম্পাদক ওয়াসিমুল ইসলাম, যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, ঢাকা মহানগর উত্তর বিকল্পধারার সদস্য সচিব নূর মোহাম্মদ, শ্রমজীবীধারার সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, তসলিমা আক্তার, নাজনীন সাবলিনা, মালতি বাড়ৈ, ফারজানা আক্তার, জামাল, উজ্জ্বল, হাফিজুর, হাকিম, শেখ রুবেল, জাকির বিল্লাল।