বাজেটে করের বোঝা জনগণের দুর্ভোগ আরও বাড়বে: বাম জোট

প্রস্তাবিত বাজেটে করের বোঝা চাপানোয় জনগণের দুর্ভোগ আরও বাড়বে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার (২ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় এ কথা বলা হয়েছে।

প্রতিক্রিয়ায় বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাম জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সভাপতি হামিদুল হকের নাম উল্লেখ করা হয়েছে।

বাম জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকার ঘাটতি নিয়ে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ হাজার কোটি টাকার বড় বাজেট দেওয়া হয়েছে। এটি একটি গতানুগতিক ধনী-তোষণ ও গরিব-শোষণের বাজেট। এতে গুরুত্বপূর্ণ খাতগুলো যেমন স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান ক্ষেত্রে বরাদ্দ তেমন বাড়ানো হয়নি। আইএমএফের শর্ত পূরণ করতে গিয়ে অর্থমন্ত্রী ভ্যাট ও করের জাল বিস্তৃত করেছে। ফলে বাজারে নিত্যপণ্যের দাম আরও বাড়বে এবং জনগণের দুর্দশা ও দুর্ভোগ বাড়বে।

বাম জোটের নেতারা বলেন, ‘এবার বাজেটে ঘাটতি মেটাতে ব্যক্তিনির্ভরতা বেড়েছে। প্রযুক্তিকে যুক্ত করে শিক্ষা খাতে বরাদ্দ করেছে মাত্র ১৩ দশমিক ৭ শতাংশ অথচ ছাত্রসমাজের বরাবরই দাবি ছিল ২৫ শতাংশ। স্বাস্থ্য খাতও ৫ শতাংশের ঘর অতিক্রম করছে না। কৃষি খাতও বাজেটে অবহেলিত হয়েছে। বরাদ্দ কমেছে।’

তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ তালিকায় বাংলাদেশ থাকলেও বাজেটে পরিবেশকে উপেক্ষা করা হয়েছে।