ঈদের দিনে কেউ যেন অভুক্ত না থাকে: এম এ আউয়াল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাবেক সংসদ সদস্য, ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, ‘ঈদ মানে ধনী-দরিদ্র নির্বিশেষে আনন্দ উদযাপন। কিন্তু বাস্তবতা হচ্ছে— দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক মানুষ কোরবানি দিতে পারছে না। আর্থিক সীমাবদ্ধতার কারণে কেউ যেন আনন্দ থেকে বঞ্চিত না হন, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে— সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। ’

মঙ্গলবার (২৭ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বিবৃতিতে  তিনি তার সংসদীয় আসন লক্ষ্মীপুর-১ আসনের সর্বস্তরের মানুষকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। ইসলামিক গণতান্ত্রিক পার্টির সব স্তরের নেতাকর্মীদের জানিয়েছেন অভিনন্দন।

এম এ আউয়াল বলেন, ‘পবিত্র কোরবানির ঈদের মাহাত্ম্য থেকে আমাদের শিক্ষা নিয়ে জীবনের চলার পথের পাথেয় ঠিক করতে হবে। মহান রাব্বুল আলামীন যেন আমাদের পরিবার, আত্মীয়স্বজন, স্বদেশ আর দেশের জনগণকে সব অশুভ থেকে রক্ষা করেন। মানুষের পাশে দাঁড়ানোর মহিমাকে আমাদের পাথেয় করতে হবে, এই হচ্ছে ঈদুল আজহার তাৎপর্য।’