জামায়াত নামলে আন্দোলন নতুন মাত্রা পাবে: ববি হাজ্জাজ

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কোণঠাসা জামায়াত যদি আন্দোলনের মাঠে পূর্ণ সক্রিয় হয়, তাহলে আন্দোলন ভিন্নমাত্রা পাবে বলে আমরা মনে করি। একই সঙ্গে আমি মূলধারার সব ইসলামি শক্তিকে এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি।’

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মালিবাগে দলের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আলেমদের উদ্দেশে তিনি বলেন, ‘মনে রাখবেন, কওমি সনদের স্বীকৃতি প্রদান আর মডেল মসজিদ নির্মাণ করলেও এই সরকারের আমলেই আপনাদের মুরব্বিরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, ইসলামবিরোধী অপশক্তির উত্থান হয়েছে এবং ধর্মকে রাজনীতি আর সংস্কৃতির প্রতিপক্ষ বানানো হয়েছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে সংসদ থেকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘দলগতভাবে না পারলেও অন্তত আপনারা দুজন বর্তমান সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিন। যদি আওয়ামী লীগের লেজুড়বৃত্তির না করে জনতার রাজনীতি করতে চান, তাহলে এটাই আপনাদের জন্য সুবর্ণ সুযোগ।’

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান জনি প্রমুখ।