বর্তমান ক্ষমতাসীন সরকারের পদত্যাগের দাবিতে জনসমাবেশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। বুধবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আগামী নির্বাচনে যাতে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে এ জন্য লড়াই চালিয়ে যেতে হবে। আজ রাজপথে দাঁড়িয়েছি খাওয়ার জন্য, ভোটের জন্য। কোনও রাষ্ট্রদ্রোহীতার জন্য আমরা দাঁড়াইনি।
তারা বলেন, এ দেশের আকাশ-বাতাস এই সরকারকে না করে দিয়েছে। এই সরকারকে বিদায় নিতে হবে। বিদেশিরা আজ আমাদের দেশে খবরদারি করে। কেন করে? কারণ তারা দেখে, আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে চাই।
বর্তমান বাজারের পরিস্থিতি নিয়ে তারা বলেন, আজ কতজন মানুষ ডিম খেতে পারছে? মাছ, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংসের কথা বাদই দিলাম, ডিমই মানুষ খেতে পারছে না। সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি। মানুষ কীভাবে খেয়ে-পড়ে বাঁচবে?
বক্তারা আরও বলেন, আমরা ৩৭ সংগঠনসহ সব বিরোধী সংগঠন মিলে মহাসমাবেশ করবো। এই সমাবেশে সরকার বিদায় নিতে বাধ্য হবে।
গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ডা. শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন অর রশিদ খান প্রমুখ।