রাজধানীর ইস্কাটন এলাকায় ট্রাকের চাপায় নিহত আরিফ ও সৌভিকের মৃত্যু স্বাভাবিক নয়, এটি ‘হত্যাকাণ্ড’, উল্লেখ করে তাদের মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি করেছে গণসংহতি আন্দোলন। যারা দায়ী অবিলম্বে তাদের খুঁজে বের করা ও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে সংগঠনটি। সড়কে যে নির্বিচার হত্যাকাণ্ড ঘটে চলেছে অবিলম্বে তার অবসানে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
শনিবার (১১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব জানান গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।
তিনি বলেন, ‘মৃত্যু কোনও উদ্দেশ্য প্রণোদিত কিনা তা আমরা নিশ্চিত নই, কিন্তু এগুলো যে কাঠামোগত হত্যাকাণ্ড সেটা নিঃসন্দেহে বলা যায়। আমরা আরিফ ও সৌভিকসহ সড়কে মৃত্যুর প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। আরিফুল ইসলাম ও সৌভিক করিমের মৃত্যু আমাদের সংগঠন, তাদের অগণিত বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের কাছে এক অসহনীয় বেদনা ও অপূরণীয় ক্ষতি। কেবল আমাদের কাছেই নয়, বাংলাদেশের জনগণ ও বাংলাদেশের জন্যও এটা একটা বড় ক্ষতি।’
জোনায়েদ সাকি বলেন, ‘আরিফুল ইসলাম ও সৌভিক করিম সমাজের সবার মঙ্গলের জন্য চিন্তা করতেন এবং সে কাজে নিবেদিত ছিলেন। আরিফুল ইসলাম ছিলেন ছাত্র রাজনীতির এক উজ্জ্বল নাম। তিনি গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র রাজনীতির ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার সব চেষ্টা— তার রাজনৈতিক জীবনের শুরুতেই করেছেন। ছাত্র রাজনীতি শেষ করে তিনি গণসংহতি আন্দোলনে যুক্ত হন এবং দেশের গণমানুষের রাজনীতি, গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর পাশাপাশি তিনি মননশীলতার চর্চায় ভূমিকা রাখতে প্রকৃতি পরিচয় প্রকাশনা এবং ইউপিএলে যুক্ত হয়ে জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণে ভূমিকা রেখেছেন। সৌভিক করিম ছাত্রজীবন শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত হন, পাশাপাশি তার সংগীত চর্চা ও লেখালেখি অব্যাহত রাখেন। তরুণ বয়সেই তিনি এদেশের সংগীত চর্চায় তার উজ্জ্বল অবদান রেখে গেছেন। তার রচিত গান বাংলা সিনেমার সর্বকালের সেরা ১০০টি গানের ভেতর জায়গা করে নিয়েছে।’
তিনি বলেন, ‘এ রকম মেধাবী, প্রাণবান, সংবেদনশীল মানবিক গুণসম্পন্ন দুই দুজন তাজা প্রাণকে আমরা হারালাম অকালে। তাদের শূন্যতা পূরণ হবার নয়। কিন্তু তাদের মৃত্যুর জন্য যারা দায়ী, আমরা অবিলম্বে তাদের খুঁজে বের করা ও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানাই। সড়কে যে নির্বিচার হত্যাকাণ্ড ঘটে চলেছে অবিলম্বে তার অবসানে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।’
উল্লেখ্য, গত ৭ নভেম্বর আনুমানিক রাত সাড়ে ১১টায় বাসায় ফেরার পথে ট্রাক চাপায় মৃত্যুবরণ করেন আরিফ ও সৌভিক।