গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ ধারায় গণআন্দোলনের এক দফা দাবিতে দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে বুধবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় আরামবাগ থেকে মতিঝিল শাপলা চত্বর হয়ে নটরডেম কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। পরে গণফোরাম চত্বরে এসে দল দুটির  শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় সমাবেশে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ হামলা করেছে বলে দল দুটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সমাবেশে হামলার প্রতিবাদে তাৎক্ষণিক এক যৌথ বিবৃতিতে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক ও বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি বলেন, গণতান্ত্রিক শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে হামলা করে জনগণের একদফা দাবি আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করা যাবে না। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের দাবি উপেক্ষা করে ক্ষমতা কুক্ষিগত করতে ষড়যন্ত্রের যে নীলনকশা সাজাচ্ছে, তা প্রতিহত করা হবে। দলীয় গুণ্ড বাহিনীর আক্রমণের জবাব এদেশের জনগণ দেবে।