ভাসানীর মৃত্যুবার্ষিকীতে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেছে গণসংহতি আন্দোলন।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলের নেতৃত্বে রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু, মনির উদ্দীন পাপ্পু, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সহ-সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথী, দফতর সম্পাদক অনুপম রায় রূপকসহ নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

ভাসানীর মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে তাঁর কবরে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা

এসময় আবুল হাসান রুবেল বলেন, গণমানুষ তার সংগ্রামের প্রয়োজনেই মওলানা ভাসানীকে তাদের সংগ্রামের কেন্দ্রীয় ভূমিকায় নিয়ে এসেছেন। গণমানুষের মুক্তির সংগ্রামে মওলানা ভাসানী বেঁচে থাকবেন, আমরা মানুষের মুক্তির সংগ্রাম চালিয়ে যাবো।