‘বিরোধী নেতাদের নির্বাচনে আনতে ভয়ভীতি দেখানো হচ্ছে’

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ‘সরকার একতরফা নির্বাচনে অংশ নিতে বিরোধী দলের নেতাদের বাধ্য করার অপচেষ্টা করছে। তাদের বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। এগুলো করে সরকার নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ করছে।’

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তফসিল বাতিল, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর মোড় ঘুরে আল-রাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘ইতিহাস যেমন শান্তি কমিটি ও রাজাকারদের ক্ষমা করেনি, বর্তমান শাসকগোষ্ঠীর এই দোসররাও ক্ষমা পাবে না।’

মিছিলে জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।