এবারের নির্বাচনে প্রার্থীরা সবাই নৌকার সমর্থক: সমমনা জোট

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দেশে নির্বাচনের নামে নাটক চলছে। আর এই নাটক মঞ্চস্থের পরিচালক সিইসি। তিনি বলেন, ‘নির্বাচনে প্রধান প্রার্থী নৌকার, দ্বিতীয় প্রার্থী নৌকার সমর্থক, স্বতন্ত্র ও তৃতীয় প্রার্থী সরকারের উচ্ছ্বিষ্টভোগী। আর এই নাটকের জন্য রাষ্ট্রের টাকা অপচয় করা হচ্ছে।’

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিলের একদফা দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা অবরোধের নবম দফার দ্বিতীয় দিনে রাজধানীর পল্টনে মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।

সোমবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন হয়ে বিজয়নগর মোড় ঘুরে আল রাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘আওয়ামী লীগ কখনোই জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। কোনও না কোনও ষড়যন্ত্রের মাধ্যমে এরা ক্ষমতায় এসে দেশে বাকশালী শাসন কায়েম করে। এরা কখনও স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ে না। বিপ্লবের মাধ্যমে এদের পতন হয়, এবারও চলমান আন্দোলনেই এদের পতন হবে, ইনশাআল্লাহ।’