সরকার গার্মেন্টস শিল্পকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে: এবি পার্টি

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক এএফএম  সোলায়মান চৌধুরী বলেছেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে সরকার এখন গার্মেন্টস শিল্পকে মারাত্মক ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। জনগণ যখন অভাবের তাড়নায়  জ্ঞানশূন্য হয়ে দিশাহারা, তখন তারা (সরকার) খেল-তামাশার হটকারী নির্বাচন নিয়ে আনন্দ-উল্লাস করছে।’

সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে একাত্তর চত্বরে সরকারের পদত্যাগ ও নির্বাচন তফসিল বাতিলের দাবিতে  ‘প্রতিবাদী অবস্থান’ থেকে তিনি এ কথা বলেন।

সোলায়মান চৌধুরী বলেন, ‘এই কাণ্ডজ্ঞানহীন ক্ষমতালোভী সরকারকে জনগণ কখনও ক্ষমা করবে না।’

প্রতিবাদী অবস্থানে আরও বক্তব্য রাখেন— দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মন্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।