আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন আপিল শুনানির পর হিরো আলমের প্রার্থিতাকে বৈধ বলে ঘোষণা করেছেন।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আমি জোর গলায় বলেছিলাম, ইসি থেকে প্রার্থিতা ফিরে পাবো। শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছি। ইসিকে ধন্যবাদ। ডাব মার্কা প্রতীকে ভোট করবো। ’

তিনি বলেন, ‘শেষ পর্যন্ত মাঠে থাকবো। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ী হবো বলে আশা করি। আগে কোনও দলে যোগ দেইনি। এবারই বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হলাম।’

আওয়ামী লীগের অধীনে আর কোনও ভোটে যাবেন না ঘোষণা দিলেও এবার ভোটে আসার কারণ জানান হিরো আলম। তিনি বলেন, ‘নির্বাচনে মাঠে থাকলে নির্বাচন সুষ্ঠু হয় কিনা তা প্রমাণ করে দিতে পারি। এলাকার লোকজন চাইছে তাই ভোটে আছি।’