রমজানে দ্রব্যমূল্য কমানোর দাবি খেলাফত মজলিসের

রমজানে দ্রব্যমূল্য কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। মঙ্গলবার (১২ মার্চ) দলটির আমির ইসমাঈল নুরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে এ দাবি জানান। তারা দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, রমজান তাকওয়া ও আত্মশুদ্ধির মাস। এ মাসে সব ধরনের অন্যায়-অপরাধ থেকে মুক্ত হয়ে রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। রমজান মাসেও ফিলিস্তিনে মুসলমানদের ওপর হামলা হয়, মসজিদে নামাজে অংশ গ্রহণে বাধা দেওয়া হয়।

বিবৃতিতে দলটির আমির ও মহাসচিব আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে রমজানে জিনিসপত্রের দাম কমালেও আমাদের দেশে প্রতিটি জিনিসের দাম বাড়ানো হচ্ছে। সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। মানুষের আয় বাড়েনি কিন্তু ব্যয় অনেকগুণ বেড়েছে। এতে মানুষের জীবনযাত্রা মহাকঠিন হয়ে গেছে। বাজারের বেহালদশা দেখে মনে হয়, দেশে কোনও সরকার নেই। মানুষ যাতে সাহরি ও ইফতার মোটামুটিভাবে করতে পারে সে ব্যবস্থা করুন। না হলে ক্ষমতা ছেড়ে দিন।’

বিবৃতিতে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ইফতার মাহফিল করতে পারবে না বলে বিধি-নিষেধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ৯০ ভাগ মুসলমানের দেশে তা কোনোভাবেই মানা যায় না। ইফতার মাহফিল বন্ধ করে পক্ষান্তরে তারা রোজার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। এ বিধি-নিষেধ প্রত্যাহার করুণ। না হয় আপনাদের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে।