ঈদের আগে মামুনুল হককে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি

আসন্ন ঈদুল ফিতরের আগে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তির দাবি জানিয়েছে দলটি। রবিবার (১৭ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির আমির ইসমাঈল নুরপুরী।

তিনি বলেন, ‘মাওলানা মামুনুল হককে ঈদুল ফিতরের আগেই মুক্তি দিতে হবে। না হলে ঈদের পর বাংলাদেশ খেলাফত মজলিস দেশের জনগণকে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এতে কোনও অনকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হলে দায় সরকারের ওপর বর্তাবে।’

সংবাদ সম্মেলনে ইসমাঈল নুরপুরী বলেন, ‘মামুনুল হক আজ তিন বছর ধরে কারাগারে বন্দি। সরকার মাওলানা মামুনুল হককে দমিয়ে রাখতে নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি করে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একজন নাগরিককে হয়রানি করা অমানবিক।’

তিনি বলেন, ‘মামুনুল হক কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। তিনি অনেক অসুস্থ। তার সুচিকিৎসা করা হচ্ছে না, মুক্তিও দেওয়া হচ্ছে না। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন মামলায় বন্দি হলেও ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন। মামুনুল হক কেন মুক্তি পাচ্ছে না, তা আমাদের বোধগম্য নয়। গ্রেফতারের পর তার নামে অন্যায়ভাবে ধারাবাহিক ৩০টি নতুন মামলা দেওয়া হয়েছে। আগের মামলাসহ মোট ৪১টি মামলা তাকে মোকাবিলা করতে হচ্ছে। প্রতিটি মামলাই ভিত্তিহীন, বানোয়াট ও সাজানো।’

তিনি আরও বলেন, ‘মামুনুল হকের মুক্তি দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের শীর্ষ উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছিলেন। প্রধানমন্ত্রীও তাদের দ্রুত মুক্তি দেওয়ার আশ্বাস দেন। সেই আশ্বাসের কার্যকর কোনও ফল আমরা দেখিনি।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ।