স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ১৭ মে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন

ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে আগামী ১৭ মে (শুক্রবার) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন।

শুক্রবার (১০ মে) রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ কর্মসূচিতে এ কথা জানান দলটির সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি জানান, আগামী ১৭ মে শুক্রবার সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

বায়তুল মোকাররমের উত্তর গেটে ফিলিস্তিনে অব্যাহত ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ বক্তব্য দেন।

পরে একটি মিছিল বায়তুল মোকাররম, পল্টন মোড়, বিজয়নগর হয়ে আবার পল্টন মোড়ে এসে শেষ হয়।