কোনও রাজনৈতিক দল ছলচাতুরী করে ক্ষমতায় যেতে পারবে না বলে জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১১ জানুয়ারি) সকালে ঢাকা উদ্যানে তুরাহ হাউজিংয়ে জুলাই ঘোষণাপত্রে শ্রমজীবী মানুষের মান ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে রিকশাচালকদের সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।
নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, ‘কোনও রাজনৈতিক দল ছলচাতুরী করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তা সফল হতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে যে জন্য পালিয়ে যেতে হয়েছে, রাষ্ট্রযন্ত্রকে যদি সে পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তবে ছাত্র-জনতা আবারও রক্ত দিতে প্রস্তুত।’
প্রতিনিয়ত যেসব রাজনৈতিক দল রাস্তায় চাঁদাবাজি করছে তাদের অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার গড়িমসি করছে। ১৫ জানুয়ারির মধ্যেই আমরা সরকারের কাছ থেকে ঘোষণাপত্র চাই।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনা ও তাদের দোসরদের দ্রুত বিচার করতে হবে। কোনও রাজনৈতিক চাপের কাছে নত হওয়া যাবে না।’ এ সময় তিনি রিকশার জন্য পৃথক লেন করার দাবি, রিকশা চালকদের হয়রানি বন্ধেরও আহ্বান জানান।