মে দিবসে শ্রমজীবী জনগণের প্রতি এবি পার্টির শুভেচ্ছা

মহান মে দিবস উপলক্ষে দেশের সব শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগোর শ্রমিক আন্দোলন কর্মঘণ্টা নির্ধারণের দাবির সীমা পেরিয়ে এখন ন্যূনতম মজুরি, বাসস্থান, শিক্ষা, পেনশনসহ ন্যায্য অধিকার আদায়ের প্রতীক হয়ে উঠেছে। যদিও আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় নীতিমালা থাকলেও দেশের শ্রমজীবীদের বাস্তবতা খুব একটা বদলায়নি।

নেতারা বলেন, পাটকল, চিনিকল থেকে তৈরি পোশাক ও প্রবাসী শ্রমিকদের শ্রমে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি, অথচ এই দুই শ্রেণীর শ্রমিক সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়। ট্রেড ইউনিয়নগুলো রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হওয়ায় শ্রমিক স্বার্থ উপেক্ষিত হচ্ছে।

তারা অভিযোগ করেন, রানা প্লাজা, নিমতলী, বাঁশখালীসহ নানা দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু হলেও বিচার হয়নি, প্রতিকারও মেলেনি। গার্মেন্টস ও চা-শ্রমিকদের এখনও ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন করতে হচ্ছে। প্রবাসী শ্রমিকরাও পাচার ও অবমানবিক পরিস্থিতির শিকার হচ্ছেন।

বার্তায় এবি পার্টির নেতারা শ্রমিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে রাজনৈতিক সক্রিয়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।