৩ তারিখের আগেই নারী কমিশনের প্রস্তাবনা বাতিলের দাবি হেফাজতের

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা আগামী ৩ মে (শনিবার) মহাসমাবেশ সফল করার জন্য উত্তরা জোনের উদ্যোগে এক সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) উত্তরা ৩ নম্বর সেক্টরের আজমপুরস্থ আমির কমপ্লেক্স চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। তিনি বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশে কুরআনবিরোধী আইন পাস হলে— তা আমাদের রক্তের ওপর দিয়েই করতে হবে। আমরা বেঁচে থেকে ইসলামের বিরুদ্ধে কোনও আইন মেনে নিতে পারি না। প্রয়োজনে আরও রক্ত দেবো, তবু ইসলামবিরোধী সব চক্রান্ত রুখে দেবো ইনশাআল্লাহ।

মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, আগামী ৩ মে’র মহাসমাবেশের আগেই নারী কমিশনের প্রস্তাবনাসহ সব কুরআনবিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারকে স্পষ্টভাবে বলছি— যা করার, তা এখনই করুন। অন্যথায় হেফাজতের ডাকে কঠোর কর্মসূচি ঘোষণা করে আমাদের দাবি আদায় করবো ইনশাআল্লাহ।

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম উত্তরা জোনের আহ্বায়ক আল্লামা নাজমুল হাসান কাসেমী এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মুফতী কিফায়াতুল্লাহ আযহারী। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শুয়াইব আহমাদ চৌধুরী।

সমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সমাবেশ শেষে একটি গণমিছিল বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।