বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান অভিযোগ করে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিচারের কথা বললেও বাস্তবে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদের রক্তের সঙ্গে যারাই বেইমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।
শনিবার (৩ মে) দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ‘মানবিক করিডোর’ চালুর আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেয়নি। ফলে সরকারের কিছু উপদেষ্টা ও আমলা অপতৎপরতার মাধ্যমে সরকারকে বিতর্কিত করছে।
সভায় সভাপতিত্ব করেন নগর সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁইসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোচনায় আগামী ২৭ জুন ঢাকা মহানগর কাউন্সিল ২০২৫ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।