ওয়াসার পানিতে পোকা, এমডিকে এবি পার্টির স্মারকলিপি

ঢাকা ওয়াসার পানিতে পোকা ও জীবাণু সংক্রমণজনিত চরম জনস্বাস্থ্য সংকট এবং তা নিরসনে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালককে স্মারকলিপি দিয়েছে আমার বাংলাদেশ-এবি পার্টি। সোমবার (৫ মে) বেলা আড়াইটায় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলির নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল স্মারক লিপি প্রদান করে।

মিলি বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা নাগরিকদের জন্য নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা দিতে পারছি না, সেটি আমাদের একটি রাষ্ট্রীয় ব্যর্থতা। অথচ নিরাপদ সুপেয় পানি নাগরিকদের মৌলিক অধিকার। ফ্যাসিবাদের আমলে মানুষকে নিরাপদ পানি দেওয়ার বদলে ওয়াসাকে লুটপাটের আখরায় পরিণত করা হয়েছিল।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পরও সরকার  নাগরিকদের এই মৌলিক চাহিদা পূরণ করতে পারেনি। ’

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এবি পার্টির শ্যাডো অ্যাফেয়ার্স সেক্রেটারি ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সড়ক ও যোগাযোগ বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ সুমন, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হাজরা মাহজাবিন ও নারী নেত্রী রাশিদা আক্তার মিতু।

এবি পার্টি সব ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে ওয়াসার পানির নমুনা পরীক্ষা করা এবং প্রতিটি অঞ্চলের বাস্তব পরিস্থিতি বিবেচনায় বিশুদ্ধ পানির বিকল্প উৎস চালু করার দাবি জানায়।