৫ মে: হেফাজতের ঘরোয়া মতবিনিময়, সড়কে কর্মসূচি শিবিরের

৫ মে শাপলা চত্বরে ক্র্যাকডাউনের বার্ষিকী উপলক্ষে শনিবার (৩ মে) মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম। সোমবার (৫ মে) অফিসের দিন হওয়ায় সংগঠনটি যানজটের আশঙ্কায় আগেই কর্মসূচি পালন করেছে। আজ ঘরোয়াভাবে মতবিনিময় ও পর্যালোচনা সভা করে হেফাজত।

অন্যদিকে ৫ মে উপলক্ষে প্রথমবারের মতো প্রকাশ্যে সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামীর অনুসারী সংগঠন ইসলামী ছাত্র শিবির। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যার বিচার দাবিতে ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মানবপ্রাচীর কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে এ কর্মসূচি পালন করেন শিবিরের নেতাকর্মীরা। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শিবিরের মানবপ্রাচীর কর্মসূচি (ছবি: নাসিরুল ইসলাম)

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনায় মানবপ্রাচীরে আরও বক্তব্য রাখেন– কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামসহ কেন্দ্রীয়, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীলরা।

শনিবার অনুষ্ঠিত মহাসমাবেশ বাস্তবায়ন কমিটি নিয়ে গুরুত্বপূর্ণ মিটিং করেছে হেফাজত। সোমবার খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় এ বৈঠকে হেফাজতের মহাসচিবসহ সিনিয়র নেতারা অংশ নেন। মতবিনিময়ে সমাবেশের ভুলত্রুটি, আয়োজনের নানা দিক নিয়ে আলোচনা করেন নেতারা।

হেফাজতের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মহাসমাবেশ করেছি সেটি নিয়ে পর্যালোচনা করেছি। পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেছি। মহাসমাবেশ সফল হয়েছে।’