স্বরাষ্ট্র ও ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি ইনকিলাব মঞ্চের

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ত্যাগেত দায় উপদেষ্টাদের নিতে হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দায় স্বীকার করে স্বরাষ্ট্র ও ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৮ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী।

সম্মেলনে ওসমান হাদী তিন দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে সরকারকে বলতে হবে, কার ফোনে সাবেক রাষ্ট্রপতি হামিদকে বিমানবন্দর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টাদের জবাবদিহি নিশ্চিতের জোর দাবি জানান তিনি।