অবিলম্বে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। দলটির নেতারা আরও কয়েকটি দাবি করেন, এগুলো হচ্ছে— গণঅভ্যুত্থানের শক্তিগুলোর ঐক্য বজায় রাখতে ও পারস্পরিক দূরত্ব কমাতে জাতীয় রাজনৈতিক পরিষদ গঠন; আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই মাসের ভেতরেই জুলাই সনদ তৈরি; জুলাই সনদের ভিত্তিতে এই মুহূর্তে যেসব সংস্কার করা সম্ভব সেগুলো যথাসম্ভব দ্রুত বাস্তবায়ন।
রবিবার (২৫ মে) রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্য কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার এবং জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
নেতারা বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সব দলের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস এই সময়ের জন্য জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন। এই জাতীয় ঐক্যের ভিত্তিতেই এখানে বিচার, সংস্কার ও নির্বাচনের দায়িত্ব এই সরকারের ওপরে অর্পিত হয়েছে। যে ধরনের আস্থার সংকট, বিরোধ কিংবা দূরত্ব তৈরি হয়েছে— তা কাটাতে এই সমস্ত বিষয়ের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা প্রয়োজন। এসব বিষয়ে একটি রোডম্যাপ সকলের সম্মতির ভিত্তিতে গ্রহণ করে, তা বাস্তবায়ন করার পূর্ণ কর্তৃত্ব অন্তর্বর্তী সরকারের রয়েছে।’
নেতারা আরও বলেন, ‘জাতীয় স্বার্থে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও একই ধরনের জাতীয় সম্মতি প্রয়োজন বলে আমরা মনে করি। এই মুহূর্তে পারস্পরিক দোষারোপ, দায় চাপিয়ে দেওয়া, কিংবা বিভাজনের মাধ্যমে দেশকে সংকটের মুখে ঠেলে দেওয়ার যে কোন প্রচেষ্টাকে সচেতনভাবে প্রত্যাখ্যান করে জাতীয় ঐক্য বজায় রাখতে আমরা সব দল ও নাগরিকদের প্রতি আহ্বান জানাই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়াকার্স পার্টির কার্যকরী পরিষদের সদস্য আকবর খান, ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম, মুখপাত্র মো. আবদুল কাদের, গণসংহতি আন্দোলনের কার্যকরী পরিষদের সদস্য বাচ্চু ভূঁইয়া, বিপ্লবী ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজুর রহমান, খলিলুর রহমানসহ অন্যান্য নেতারা।