সরকারের নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিচার, সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছি। তিনি বলেন, সরকারের নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। উপদেষ্টারা একেক সময় একেক কথা বলছেন।

রবিবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। 

এক মাসের মধ্যে একটি জাতীয় সনদ করার দাবি জানিয়ে সাইফুল হক বলেন, গত কয়েক দিনের ঘটনায় প্রধান উপদেষ্টা বিব্রত হয়েছিলেন। তাই পদত্যাগের কথা ভাবছিলেন। আমরা বলেছি, এতে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে। আমরা প্রস্তাব দিয়েছি, সবাইকে যেন সমানভাবে মূল্যায়ন করা হয়। করিডোর ও বন্দরের বিষয়ে সিদ্ধান্ত না নিতে বলা হয়েছে। 

সাইফুল হক‌ আরও বলেন, মাঝ-নদীতে মাঝি বদলাতে হয় না। আপনার সরকারের ওপর আমরা আস্থা রাখতে চাই। আমরা এক সরকারের মধ্যে অনেক সরকার দেখতে চাই না। আপনাদের মধ্যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। একেক উপদেষ্টার একেক রকম মন্তব্য। সবকিছু ঠিক করা জরুরি।

করিডোরে ইস্যুতে সাইফুল হক‌ বলেন, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। সমস্ত কিছু আপনাদের করে যেতে হবে না।

ছাত্র উপদেষ্টাদের বিষয়ে সাইফুল হক‌ বলেন, বিতর্কিতদের বিষয়ে সিদ্ধান্ত কী নেবেন, তা আপনার ওপর নির্ভর করছে। গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা সবাইকে নিয়ে কীভাবে একসঙ্গে হাঁটবেন সেটা আপনাদের ওপর নির্ভর করবে।

নির্বাচন ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ১৬ বছর ধরে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আমরা আপনাদের যৌক্তিকভাবে সহযোগিতা করতে চাই। সুষ্ঠু নির্বাচন দেখতে চাই।