দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, রাজনৈতিক সংশ্লিষ্টতার অ়ভিযোগ ওঠায় দুই ছাত্র উপদেষ্টাকে অপসারণ করতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি। অথবা তাদের পদত্যাগের বিষয়ে বুঝিয়ে বলতে বলেছি। তিনি বলেন, অনেক উপদেষ্টার পারফরম্যান্স ও বিভিন্ন মন্তব্যের বিষয়ে তিনি অবগত। তবে সুনির্দিষ্ট কিছু বলেননি ড. ইউনূস।

রবিবার (২৫ মে) রাতে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, দুই উপদেষ্টা সরকারের সুবিধা পাচ্ছে। আবার তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা উঠবে, এটা নেতিবাচক দিক। এছাড়া, ঢাকার দুই সিটির অচলাবস্থা নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, সামরিক বাহিনীর সঙ্গে ভালো সম্পর্ক রাখার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছি। রাজনৈতিক দলের সঙ্গে সরকারের যোগাযোগ আরও বাড়ানো ও বন্দরসহ যেকোনও রাষ্ট্রীয় সিদ্ধান্ত যেন অংশীজনদের সঙ্গে পরামর্শ করে হয়, সেটি বলেছি।

গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা যেন একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন সেটিও বলেছেন বলে জানান নুর।

গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, শুরুতে সবাই মিলে যেভাবে সরকারকে সমর্থন জানিয়েছেন, এখন ততটা নেই। তাই বিষয়টি সরকারকে ভাবতে হবে। আমরা মনে করি জাতীয় নির্বাচন যত দ্রুত হবে, ততই মঙ্গল হবে।