দেশ চালাতে কোনও সমস্যা মনে হলে সব রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর। একইসঙ্গে, অভিজ্ঞ ও উপযুক্ত ব্যক্তিদের দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনেরও আহ্বান জানান তিনি।
শুক্রবার (২৩ মে) বিকালে রূপগঞ্জ উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় গণঅধিকার পরিষদ আয়োজিত এক গণসমাবেশে এসব কথা বলেন সাবেক ডাকসু ভিপি নুর।
তিনি বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাহেবের প্রতি এখনও আস্থা ও বিশ্বাস রাখি। তবে কিছু উপদেষ্টার কার্যক্রমে প্রশ্ন উঠেছে। তারা সমাজে বিভ্রান্তি ছড়িয়ে বলেছে ড. ইউনূস পদত্যাগ করবেন। এদের অনেকেই অল্প বয়সে নেতা হয়ে আইন-শৃঙ্খলা তোয়াক্কা না করে অপরাধীদের ছাড়িয়ে আনার চেষ্টা করেছে, সরকারি বাসভবন ঘেরাও করেছে, সচিব, ডিসি, এসপি হটানোর মতো নৈরাজ্যকর কর্মকাণ্ড চালিয়েছে। এ কারণে প্রধান উপদেষ্টা তাদের সংযত হতে বলেছেন।’
কিছু উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছেন অভিযোগ করে নুর বলেন, ‘যার ফলে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইশরাককে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নিতে দেওয়া হয়নি। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। আদালতের রায় কার্যকর করতে সরকারের উপদেষ্টা যদি বাধা দেন, তাহলে বিএনপি তা মেনে নেবে না। ফলে রাজধানীতে আন্দোলনের সূত্রপাত হয়েছে। এসব পরিস্থিতির জন্য দায়ী হচ্ছেন কিছু অদক্ষ, নাবালক উপদেষ্টা।’
ভিপি নুর আরও বলেন, ‘জুলাইয়ের আন্দোলন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না; সাধারণ জনগণও ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছিল। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হলে আপামর জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই আন্দোলনে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা না দিয়ে কেন ৯ মাস পর বিদেশে পাঠানো হলো—এই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে।’
তিনি ড. ইউনূসের উদ্দেশে বলেন, ‘দেশ চালাতে যদি আপনার কোনও অসুবিধা হয়, তবে আপনি সব দলের প্রধানদের ডেকে বসুন, আলোচনা করুন। আমরা সবাই আপনাকে সহায়তা করতে প্রস্তুত।’
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সাধারণ সম্পাদক আখতার হোসেন এবং দফতর সম্পাদক ওয়াসিম উদ্দিন প্রমুখ।